হাশরেতে নফসি নফসি কেউ কারো

হাশরেতে নফসি নফসি কেউ কারো সঙ্গী হইবে না।।

হাশরেতে নফসি নফসি কেউ কারো সঙ্গী হইবে না।।

হাশরের ময়দানে জান, ভাই বন্ধু বাপ

কান্দি হইবে বেতার হায়

নিজের কান্দনে সবাই কারুর দিকে চাইবে না।।

শাহা আবদুর রকীব বলে যত ঈমানদার শুন

নিবেদন আমার হায়

মারিফত বন্দেগি করো চাও যদি ভাই রাব্বানা।।

আমার কাদা মাখা সারা হলো

আমার কাদা মাখা সারা হ’লো।

ধর্মমাছ ধরব ব’লে নামলাম জলে,

ভক্তি-জাল ছিঁড়ে গেল।

কুসঙ্গে সঙ্গ নিলাম,

কুক্ষণে জাল নামালাম,

বিল ঘুণে যদি পাই চাঁদা পুঁটি

লোভ-চিলে লয়ে গেলো।

আর মাছ ধরায়

আর ধর্ম সে সত্য সে

ধর্ম বিলে তু রসিক ভাসবি জলে

একটি জাল ফেলে

তারাই মাছ ধরল ভাল

হিংসা নিন্দা ঘুচবি দীন

এ একটি কতগুলো।

পাঁচটি ভূত নেমে গেছে

ভয়ে পাণ চমকে গেছে

আরো বাকি জন ষোল

যাদুবিন্দু চরণ ভুলে

হয়েছে এলোমেলো।

Leave a Comment