আজ কেন রে প্রাণের সুবল

আজ কেন রে প্রাণের সুবল

আজ কেন রে প্রাণের সুবল

রাই এলো না যমুনাতে।

আমি রাই অপেক্ষায় বসে আছি

বসে আছি মোহন বাঁশি নিয়ে হাতে

রাই এলো না যমুনাতে।

আদম শহর মক্কা নগর,ফুটল কিসের ফুল

আদম শহর মক্কা নগর,ফুটল কিসের ফুল

আঁধারে দিয়েছে আলো ব্রহ্মান্ড আকুল।।

নহে সে ফুল রক্তজবা গোলাপ নয় গোলাপের বাবা।

জপিছে নাম রাত্র দিবা, আল্লাহ রাসুল।

মানুষ নয় সে কর্ণ শুনি মানুষের শিরমণি

দেবতা নয় দৈববাণী, অকুলে দিয়েছে কুল।।

নয় সে অবলা বালা,নাহি তার সংসারের জ্বালা

না করে রাখাল খেলা,আশ্চার্য এক নুরের পুতুল।।

জ্ঞানী নয় সে জ্ঞানের দাতা, কেহ কেহ কয় বিধাতা

কলির জীবন উদ্ধারের কথা,বলে গিয়াছে দ্বীনের রাসুল।।

রজ্জব কয় সে ফুল তুলিতে, চল যাই কাননেতে

চাহে সেই ফুল আরশেতে, পাইতে নবীর পায়ের ধুল।

আপনা ছাড়া নাইরে কিছু দুঃখে-সুখে আপনা

আপনা ছাড়া নাইরে কিছু দুঃখে-সুখে আপনা

সই দেখনা।

আপনার লাগিয়া কেনো হওনা দেওয়ান।।

আপনারি ঘরে আছে মাবুদ নিরঞ্জন আর

পাক-পাঞ্জাতন হায়

আপনারে না চিনিলে দোয়া কবুল হইবে না।।

কুরআন হাদিসে আছে, মুর্শিদের খেদমত

করা পাইবায় রহমত–

Leave a Comment