গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার | Gouro alo suruaite lalon

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার

Gouro alo suruaite lalon

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার॥

এলো মহা-ভাবের ভাব লইয়া ভাবে ভাবে সব একাকার

মানুষ-রূপে পাক মালেক সাঁই

নাইকো কোন জেতের বালাই

মানুষ ভজবি মানুষ হবি

মানুষ-গুরু নিষ্ঠা হয় যার॥

সুখ-বসন্ত মধুমাসে

রসের মানুষ রসে ভাসে

রস-আস্বাদন করবি যে জন

কুল-কলঙ্কের বড়াই ছাড়।।

মূল ছাড়িয়া স্কুলের বিচার

মন তোমার এ কেমন ব্যাভার

মঙ্গল শাহ কয় তাই নাহি নয়

সহজ সুভাব মহিন তোমার।।

Leave a Comment