Gari cole na cole na lyrics | গাড়ি চলে না চলে না

Gari cole na cole na

গাড়ি চলে না চলে না

গাড়ি চলে না চলে না

গাড়ি চলে না চলে না,

চলে না রে, গাড়ি চলে না।

চড়িয়া মানব গাড়ি

যাইতেছিলাম বন্ধুর বাড়ি

মধ্য পথে ঠেকলো গাড়ি

উপায়-বুদ্ধি মেলে না।।

মহাজনে যতন করে

তেল দিয়াছে টাংকি ভরে

গাড়ি চালায় মন ড্রাইভারে

ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে

পার্টসগুলো ক্ষয় হয়েছে

ডাইনামো বিকল হয়েছে

হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে

কন্ডিশন ভালো নয় রে

কখন জানি ব্রেক ফেল করে

ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আবুল করিম ভাবছে এইবার

কোন্ দিন গাড়ি কি করবে আর

সামনে বিষম অন্ধকার

করতেছে তাই ভাবনা।।

Leave a Comment