মেনকা মাথায় দিল ঘোমটা লিরিক্স
Gomta mathay dilo lyrics
মেনকা মাথায় দিল ঘোমটা।
বেছে বেছে করলি করলি জামাই চিরকালের নেংটা লো নেংটা।।
তৈরী এ সোনার পুতুলী বুড়ো বরে বিয়া দিলি
রাস্তায় যেতে ঢলে পড়ে বাতাসে দন্ত নড়ে
মেনকা সে যে ভালো হাতীর গলায় ঘন্টা লো ঘন্টা।।
সততরি কাছে বাঘাম্বরা নির্দ্ম বেটা গাঁজায় দেয় দম
আবার হাতে ত্রিশুল মাথায় জটা ঠিক ভিখারির ঢংটা লো ঢংটা।।
শ্মশানে মশানে থাকে ওই তো ভুতের রাজা
ভবপিতা ভেবে বলে মেনকা গেলি ভুলে দেখে সাদা রংটা লো রংটা।।
মুর্শিদ তোমার নামের লিরিক্স | Mursid tomer namer lyrics