সুজন বন্ধু রে আরে ও বন্ধু লিরিক্স | Sujon bonndure are o bonndu lyrics

সুজন বন্ধু রে আরে ও বন্ধু লিরিক্স

Sujon bonndure are o bonndu lyrics

সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো

এই দাসীরে কান্দাইয়া রে

কোন দাসীর মন রাখো সুজন বন্ধু রে।

প্রেম শিখাইয়া চইলা গেলা রে আরে ও বন্ধু

লাগাইয়া মমতা

বুকের ওপর দিয়া গেলা রে

বিনা কাষ্ঠের চিতা সুজন বন্ধু রে।

জৈষ্ঠ মাসে টলমল করে আরে ও বন্ধু

কচুপাতার পানি

সেই মতন ঝরিয়া পড়ে রে

নারীর যৌবনখানি সুজন বন্ধু রে।

উজান বাঁকে থাকো বন্ধু রে আরে ও বন্ধু

ভাটির দেশে থানা

চোখের দেখা মুখের হাসি রে

কে করেছে মানা সুজন বন্ধু রে।

নতুন ঝাড়ের বাঁশ কাটিয়া রে আরে ও বন্ধু

গাঙে দিলাম বানা

রাইতে আইও রাইতে যাইও রে

দিনে করি মানা সুজন বন্ধু রে।

কোন কলিমায় ডাকবো তোমায় রে আরে ও বন্ধু

মন তোরে পারলাম না লিরিক্স | Mon tore parlamna lyrics

কেমনে হবে সুখী

বিরহী উকিলের এ ভাবনায় রে

অন্ধ হইল আঁখি সুজন বন্ধু রে।

সেই যে গেলি অন্তর খানি দিয়া কবর

সেই যে গেলি অন্তর খানি দিয়া কবর

আর এক যুগেও নিলিনা খবর

এক নিমিষে ভাঙিয়া দিয়া সুখের বাসর

আর এক যুগেও নিলিনা খবর

 

Leave a Comment