Emon Dine lyrics

Emon Dine lyrics

শিরোনামঃEmon Dinee
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃঅসামাজিক
সোনালী রোদ হাসে
খেলা করে সাগর তীরে
রূপালী মেঘ গুলি
ভেসে চলে আকাশ জুড়ে
আজ এমন দিনে
ভেবে দেখি আবার
সেই আশায় ভরা
স্বপ্নের দিন
এক বিষন্নতায়
কাটে দিন আমার
স্বপ্ন গুলি
কেন মিথ্যে হয়
পাহাড়ি ঝর্নাতে
হিম শীতল পানির ধারা
বনানীর চির সবুজ
সারাবেলা ছায়ায় ঘেরা
আজ এমন দিনে
ভেবে দেখি তোমায়
সেই আলোয় ভরা
স্বপ্নীল মুখ
এক বিড়ম্বনায়
কাঁপে বুক আমার
স্মৃতিগুলি
আজ স্বপ্ন নয়
মরিচিকা তুমি এক
আঁধারে ক্ষীন আলোয়
বহুদুরে তোমার ছায়া
যায় যে মিলিয়ে
পিছে পড়ে আমি আজ
সন্মুখে উঁচু দেয়াল
বহুদুরে তোমার ছায়া
যায় যে হারিয়ে
তুমি যাও যে হারিয়ে
তুমি হারিয়ে যাও

 

Leave a Comment