Eke Eke Doi lyrics song lyrics by Warfaze
শিরোনামঃEke Eke Dui
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃঅবাক ভালবাসা
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃঅবাক ভালবাসা
এক আর একে দুই যে সত্য
শুধুই তোমার আশপাশে
বলতে পারো না যে সত্য
সৃষ্টির সবখানে
এক আর একে দুই যে সত্য
শুধুই তোমার আশপাশে
বলতে পারো না যে সত্য
সৃষ্টির সবখানে
তোমার যুক্তি
সে তো তোমার দৃষ্টি
যতদূর যায়
তোমার কর্ন যতটুক পায়
তোমার অনুভূতি যতটুকু
চায়
তোমার যুক্তি
সে তো তোমার দৃষ্টি
যতদূর যায়
তোমার কর্ন যতটুক পায়
তোমার অনুভূতি যতটুকু
চায়
তোমার যুক্তি করেনা যেন
সীমার লঙ্ঘন
বেঁধে কর তারে বন্দী
তোমার আশপাশে
এক আর একে দুই যে সত্য
শুধুই তোমার আশপাশে
বলতে পারো না যে সত্য
সৃষ্টির সবখানে
তোমার যুক্তি
সে তো তোমার দৃষ্টি
যতদূর যায়
তোমার কর্ন যতটুক পায়
তোমার যুক্তি সে তো
তোমার দৃষ্টি যতদূর যায়
তোমার কর্ণ যতটুক পায়