Ekakitte  Lyrics

Ekakitte  Lyrics

একাকিত্বের কোনো মানে নেই

কোনো মানে নেই

নিরব চিত্তে গান নেই

কোনো গানে নেই

হলদে বাতাসে ওড়ে

খসে পড়া পাখির পালক

স্মৃতি জাল হাতড়ে মরে

কোন এক বিষণ্ণ বালক

আজ সে কোথায় আছে?

কোথা সে রঙের শহর?

সেখানে কী গাঢ় রাত হয়?

নেমে আসে কাকভোর?

কাঁটাছেঁড়া,

গাঢ় রাতের আলাপন

তবে প্রস্থান কেন এমন

বিনিদ্রক্ষন সঙ্গী যখন

এ কোন জীবন

এ কোন জীবন

বদলে গেছে

আজ সে কোথায় আছে?

কোথা সে রঙের শহর?

সেখানে কী গাঢ় রাত হয়?

নেমে আসে কাকভোর?

একাকিত্বের কোনো মানে নেই

Ekakitte  Lyrics,

কোনো মানে নেই

নিরব চিত্তে গান নেই

কোনো গানে নেই

হলদে বাতাসে ওড়ে

খসে পড়া পাখির পালক

স্মৃতি জাল হাতড়ে মরে

কোন এক বিষণ্ণ বালক

আজ সে কোথায় আছে?

কোথা সে রঙের শহর?

সেখানে কী গাঢ় রাত হয়?

Ekakitte  Lyrics,Join Our Facebook Page

Ekakitte  Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

একাকিত্বের কোনো মানে নেই লিরিক্স,

কোনো মানে নেই লিরিক্স,

নিরব চিত্তে গান নেই লিরিক্স,

কোনো গানে নেই লিরিক্স,

হলদে বাতাসে ওড়ে লিরিক্স,

খসে পড়া পাখির পালক লিরিক্স,

নেমে আসে কাকভোর লিরিক্স,

Leave a Comment