Ayna Lyrics

Ayna Lyrics

ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায়..

পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায় !

জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে

থমকে যায় ঘড়ির কাঁটা, কাঁটাগুলো পেছনে টানে

আজ আমার তোকে বড় মনে পড়ে

Ayna Lyrics,

আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে

ঝিড়িঝিড়ি লয়ে বেজে যায় গীটারে কোন তাসের সুর

হেসে বলে কেন তুই বোকা হবি বন্ধু ব্যাথুর

তোর ভুলে তুই একা হলি,

কেন হঠাৎ বললি চলি

থমকে রয় ঐ আয়নাটা

ভেঙ্গে পড়ে প্রতিবিম্বটা

আজ আমার তোকে বড় মনে পড়ে

Ayna Lyrics,Join Our Facebook Page

Ayna Lyrics,Chirosakha He lyrics চিরসখা হে লিরিক্স

ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায় লিরিক্স,

পাশে দাঁড়িয়ে আয়নাটা অসহায়, সঙ্গ দেয় আমায়  লিরিক্স,

জীবনের এই মোড়ে এসে, সব কেন যেন অভিলাষে লিরিক্স,

ঘড়ির উঠোনে দৌড়ে ঘুরে কাঁটাটা অস্তমিত প্রায় লিরিক্স,

আয়না ছাড়া বন্ধু নেই কোন এই ঘরে লিরিক্স,

Leave a Comment