Economic Hitman lyrics by Avoidrafa
Title: Economic Hitman
Band: AvoidRafa
Album: Bhaar
ইচ্ছে ছিল এগিয়ে যাবার
শব্দ গুলো আজ কেন রঙিন মনে হয়
সব নিশ্বাস ছেড়ে আমি
ভাবছি একা বসে ঘোর কেন কাটে না
তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই
ছেড়ে দাও চল চলে যাই বদ্ধ কোথাও
তুমি বাড়বে খ্যাতি আর আমি হারিয়ে যাবো
মুছে বলি সব হার
সবই আমার ঘোরে থাকা স্বপ্নময় ধুলোকণা
নীল আকাশ আজ আনমনে হয়
থামছে না কেন
সুন্দর কে কুৎসিত মনে হয়