Chader Gaye Chad lyricsb by Avoid rafa
Chader Gaye Chad lyrics
Title: Chader Gaye Chad
Band: AvoidRafa
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরী ফকিরী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করবো কি
ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম
তোমরা তারে বলবে কি
ঘর আছে তার দুয়ার নাই
লোক আছে তার বাক্য নাই
কেবা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধা বাতি সন্ধ্যা বাতি
লালন ফকির ভেবে বলে
মায়ে ছুইলে পুত্র মরে
আরে এই কথার মান না জানিলে
হবে না তার ফকিরী ফকিরী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে