Durbine Chokh Rakhbo Na lyrics

Durbine Chokh Rakhbo Na lyrics

  আমার দিন ফুরালে বিজলি বাতি

কলম খোঁচায় গল্প পাতি

তোমার শব্দে মাতামাতি

মেঝেয় পিঁপড়ের চড়ুইভাতি।

বাইরের ঘরে আগুন গিলছে প্রাচীন ভূত

প্রলাপ বকছে চীনের রাষ্ট্রদূত

টিভি-র পর্দায় সব কিছুই প্রস্তুত।

আমার বই-এর তাকে জমছে ধুলো

Durbine Chokh Rakhbo Na lyrics

পথ হারাচ্ছে শব্দগুলো

হঠাৎ তোমার কপাল ছুঁলো

নাড়লে কড়া দরজা খুলো।

হাল্কা পায়ে ভাঙছে সিঁড়ি তোমার গান

চামচ মাপছে চিনির পরিমান

দেওয়ালে ঝুলছে আমার অভিমান।

আমার দিন ফুরালে বিজলি বাতি

কলম খোঁচায় গল্প পাতি

তোমার শব্দে মাতামাতি

Durbine Chokh Rakhbo Na lyrics ,Join Our Facebook Page

Durbine Chokh Rakhbo Na lyrics,

Durbine Chokh Rakhbo Na lyrics,

আমার দিন ফুরালে বিজলি বাতি লিরিক্স,

কলম খোঁচায় গল্প পাতি লিরিক্স,

তোমার শব্দে মাতামাতি লিরিক্স,

Leave a Comment