Durbine Chokh Rakhbo Na Lyrics
ফ্যাসাদে পড়লে কাকা আমাকে ডেকো
গভরনমেন্ট পালটি খেলে সাবধানে থেকো
তিন ছক্কা পচে গেলে, কপালে লেখা পুট
বান্ধবী ভেগে গেলে, রাত জেগে অরকুট
ডালপুরি জুটবে না পাঁউরুটি শেঁকো।
লোকচক্ষের আড়ালে মাদুলি বাবার নাম, কাকা, কাকা …
টিউশানি ঘুরে ঘুরে মাথায় ওঠে পায়ের ঘাম, কাকা, কাকা …
বাঙালী হলে কাকা কালচারের ঝাপটা
Durbine Chokh Rakhbo Na Lyrics Join Our Facebook Page
বৈশাখের পঁচিশ এলে এস এম এসে চ্যাপ্টা
ফ্যাতাড়ু উড়ে গেল, হারবার্ট দা শ্মশানে
খেলাধুলা ছেড়ে খোকা মন দিল ফ্যাশানে
সব জায়গায় ক্যাঁচাল কাকা, নয় সোজা সাপটা।
মাত্রাধিক কাফ সিরাপে হাল্কা হ্যালু হয়, কাকা, কাকা …
ভাসানে নাচতে গেলে এই নেশা মন্দ নয়, কাকা, কাকা …
তুমি সব-ই বোঝ শুধু ঘুমের ভানে ভুলে থাকতে চাও