দড়ি দিয়া কষা কইরা বান্ধাম পঙ্খির পায় | Dori diea kosa lyrics

দড়ি দিয়া কষা কইরা বান্ধাম পঙ্খির পায়

Dori diea kosa lyrics

দড়ি দিয়া কষা কইরা বান্ধাম পঙ্খির পায়

পঙ্খি যায় উইড়া যায়

ভ্রমর হইয়া কাজল দিলাম আলতা দিলাম পায়

পঙ্খি যায় উইড়া যায়

মাটির কলসি হইয়া ভাসলাম যমুনায়

পঙ্খি যায় উইড়া যায়

চান্দের জোছনায় দিলাম অলঙ্কার বানায়

পঙ্খি যায় উইড়া যায়

রে যায় উইড়া যায়পদ্মার ঢেউ রে

পদ্মার ঢেউ রে–

মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে

এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা

আমি হারায়েছি তা’রে ॥

মোর পরান বঁধু নাই,

পদ্মে তাই মধু নাই–নাই রে–

বাতাস কাঁদে বাইরে–

সে সুগন্ধ নাই রে–

মোর রূপের সরসীতে আনন্দ-মৌমাছি নাহি ঝঙ্কারে ॥

ও পদ্মা রে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো

মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ-কালো

সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশী বাজায়

যদি দেখিস্ তারে–দিস্ এই পদ্ম তার পায়

বলিস্ কেন বুকে আশার দেয়ালী জ্বালিয়ে

ফেলে গেল চির-অন্ধকারে ।।

পদ্মার ঢেউ রে

মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ॥

এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা

আমি হারায়েছি তারে ॥

পরের জায়গা পরের জমি

পরের জায়গা পরের জমি

ঘর বানাইয়া আমি রই

আমি তো এই ঘরের মালিক নই।।

ওরে ঘরখানা যার জমিদারি

আমি পাইনা তাহার হুকুমদারী

আমি পাইনা জমিদারের দেখা

পরের দুঃখ কারে কই।।

জমিদারের ইচ্ছেমত আমায়

দেয় গো জমি চাষ

তিতো তাতে ফলে না ফসল

দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম

তবু জমি আমার হয় যে নীলাম

আমি চলি না তার মন জোগায়ে

দাখিলে মেলে না সই।।

Leave a Comment