আসবে যখন কাল বৈশাখী | ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে | Asbe jokon kal boysak lyrics

আসবে যখন কাল বৈশাখী লিরিক্স

ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে

Asbe jokon kal boysak lyrics

 

 

আসবে যখন কাল বৈশাখী

বল তখন কোথায় থাকি

আসবে যখন কাল বৈশাখী

দেহের এ ঘর কেমনে রাখি

বাহির হইলে মরণ আমার

বাঁচি কেমন করে

ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বড় করে রে আমার

ডাইনে বায়ে দুই জানালা

ছাদ জুড়ে তার সদর দরজা

বাউল মনে ঘুইরা বেড়ায়

থাকতে চায় না ঘরে

ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে

কেমন বাঁধনে বাঁধিয়াছ ঘর কারিগর

ফাগুনের মাতাল হাওয়ায় ঘর লড়বর করে

ভিন্নপাঠ–

Leave a Comment