Deshpremiker Gaan lyrics

Title:Deshpremiker Gaan
Band:Shunno

Deshpremiker Gaan lyrics

এবার হবে, এই অন্তরে
জ্বলে ওঠার আহবান
এবার হবে, শত দেশপ্রেমিকের
জ্বলে ওঠার সংগ্রাম
এবার হবে
বুকের ভেতর, শোন
এ কিসের আহবান
নতুন ভোরে, নতুন সুরে
এক নতুন দিনের গান
দেশের তরে, হৃদয় জুড়ে
স্বপ্ন জ্বলে আছে অনির্বাণ
এবার হবে, এই অন্তরে
জ্বলে ওঠার আহবান
এবার হবে, শত দেশপ্রেমিকের
জ্বলে ওঠার সংগ্রাম
হৃদয়ে যে আলো আছে
তা নিয়ে আগামিতে
গড়ি অঙ্গীকার
সব বাঁধা পেরিয়ে
(সব বাঁধা পেরিয়ে)
অনেক আশায়, ভালোবাসায়
জেগে আছে এই প্রাণ
এবার হবে, এই অন্তরে
জ্বলে ওঠার আহবান
এবার হবে, শত দেশপ্রেমিকের
জ্বলে ওঠার সংগ্রাম

Leave a Comment