Cholo Ekshathe lyrics

Title:Cholo Ekshathe
Band:Shunno

Cholo Ekshathe lyrics

চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চলো একসাথে নতুন দিনে
চলো একসাথে
চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চলো একসাথে নতুন দিনে
চলো একসাথে
যত বাধা আসুক
কভু থামিনি
জয় করেছি
সব এক সাথে
যে যাই বলুক আমরাই পারি
সবই সম্ভব আমাদের হাতে
চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চলো একসাথে নতুন দিনে
চলো একসাথে
চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চলো একসাথে নতুন দিনে
চলো একসাথে
কিছু স্বপ্নবাজ মানুষ দেখে
শিখে গেছি আগামী সাজাতে
লিখে দেবো আবার ইতিহাস
কন্ঠ মেলাও সবার সাথে (সবার সাথে)
চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চল একসাথে নতুন দিনে
চলো একসাথে
চলো একসাথে যাই এগিয়ে
স্বপ্নের পথে
চলো একসাথে নতুন দিনে
চলো একসাথে

Leave a Comment