Chyapta Golap lyrics

Title:Chyapta Golap
Anjan Dutt

 
স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে মেয়েটা
ছেলেটা দৌড়ে দৌড়ে এসে হাঁপায়
স্কুলের বাসটা হর্ন দিয়ে যায় তিনবার
মেয়েটা দৌড়ে দৌড়ে চলে যায়
স্কুলের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ছেলেটা
হাঁপাতে হাঁপাতে আবার হাঁটা দেয়
বাসের ভেতর জানলার কাঁচ ঝাপসা
মেয়েটার আবার কান্না পায়
আরও দু’টো ছেলে-মেয়ের বয়েস বেড়ে যাবে
আরও দু’টো দিনের অবসান
আমার ছেলেমানুষিটা আঁকড়ে ধরে রেখে
লিখবো আমি ভালোবাসার গান
ছেলেটার নেই বাড়ি ফেরার তাড়া
মেয়েটারও নেই বাড়িতে টেলিফোন
দু’জনেরই নেই নিয়ম ভাঙার বয়েস
তবু দু’জনেরই আছে নিয়ম ভাঙার মন
ছেলেটার আছে বুক পকেটে চিঠি
প্রথম প্রেমের বানান ভুল
মেয়েটার আছে যত্ন করে রাখা
খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল
আরও দু’টো ছেলে-মেয়ের বয়েস বেড়ে যাবে
আরও দু’টো দিনের অবসান
আমার ছেলেমানুষিটা আঁকড়ে ধরে রেখে
গাইবো আমি ভালোবাসার গান
ছেলেটার নেই ভবিষ্যতের ভাবনা
মেয়েটারও নেই দাবি-দাওয়া কোনো
দাম্পত্যের শক্ত মানেটা
তারা দু’জনেই জানে না এখনও
শুধু একটিবারের জন্য একটু দেখা
ছুটি হয়ে গেলে দু’জনের ইশকুল
নেই যে তাদের আর কোন চাওয়া পাওয়া
শুধু খাতার ভিতর চ্যাপ্টা গোলাপ ফুল
আরও কত ছেলে-মেয়ের বয়েস বেড়ে যাবে
আরও কত দিনের অবসান
আমার ছেলেমানুষি মন আঁকড়ে ধরে রেখে
আরও একটা ভালোবাসার গান

 

Leave a Comment