Boyesh Amar Baro lyrics

Title:Boyesh Amar Baro
Anjan Dutt

 
বয়স আমার বারো তাই
রোজ দুটো টাকা পাই
একা রাস্তায় হাটতে পারি
বাড়ি স্কুল আবার বাড়ি
বাসে বড্ড ভীর মশাই
হাটতে হচ্ছে আমায় তাই
বেঁচে যাচ্ছে বাসের ভাড়া
টিফিন টাইমে ঝাল পেয়ারা
যাচ্ছি একটু পার্কটা ঘুরে
পেঠ কাটিটা যাচ্ছে পুড়ে
দে তো একবার তোর লাটাই টা
তেড়ে যাবো কাঠটা
আরো দুটো লেম্পোস্ট বাকি
এবার ঘন্টা পড়বে নাকি
একটু জিরিয়ে নিই
পাচ্ছে হিসি করবো কী
সূর্যটা আজ সকাল থেকে
দিচ্ছে বেগড়া থেকে থেকে
যাচ্ছে সব আমার গুলিয়ে
অংকের খাতা এসেছি ফেলে
তবু যেতে হচ্ছে স্কুলে।
 

 

Leave a Comment