চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে লিরিক্স | Char ronge futiea ful lyrics

চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে লিরিক্স

Char ronge futiea ful lyrics

চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে

যে পাইল ফুলের গন্ধ, অমর হইল ধরাতে।।

আব্দুল্লারই ঔরসেতে পাইল বিবি আমেনায়

তিনশ নারীর মৃত্যু হইল, সে ফুল পাইবার আশায়

দিল ফুল বিধাতায়, আমিনারই গর্ভেতে।।

জন্ম নিয়া মায়ের স্তনে, মুখ দিলা না নুরীতন

ইয়া হাবলী উম্মতি বলে, সজিদায় পড়েন তখন

কান্দিয়া ভিজাইলেন বদন, উম্মতকে উদ্ধারিতে।।

ইসলাম ধর্ম করলেন জারি, পেটে পাথর বান্ধিয়া

ছাগল চড়াইতেন নবি, খোদেজার বাড়ি গিয়া

কয় দুর্বিন শাহ পায় খোদেজা, সব দিয়া চরণেতে।।

গুরু উপায় বলো না

জনম দুখী কপাল পোড়া গুরু

আমি একজনা।।

গিয়েছিলাম ভবের বাজারে

ছয়জন চোরা করলো চুরি

গুরু বাঁধল আমারে।।

ছয় চোরা খালাস পাইলো রে

গুরু আমি রইলাম জেলখানায়।।

শিশুকালে মরে গেল মা

গর্ভে থাকতে মরলো পিতা গুরু

চোখে দেখলাম না।

কে করিবে লালন-পালন গুরু

কে দিবে মোরে সান্ত্বনা।।

Leave a Comment