গোলেমালে গোলেমালে পিরিত কোরোনা লিরিক্স | Golemale golemale pirit lyrics

গোলেমালে গোলেমালে পিরিত কোরোনা লিরিক্স

Golemale golemale pirit lyrics

গোলেমালে গোলেমালে পিরিত কোরোনা

পিরীতি কাঁঠালের আঠা

আঠা লাগলে পরে ছাড়বে না

এক পিরিতে শিব শ্মশানবাসী

আর এক পিরিতে গোরা হোলো

নদের নিমাই সন্যাসী

সে যে গীতগোবিন্দ পদ্মাবতী

এরাই কেবল কয়জনা

পিরীতি জগডুমুরের ফুল

কিন্তু আলোক লতার মূল

সন্ধান না জানতে পারলে

জীবের পক্ষে ভুল

ওযে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে

লড়তে চড়তে পারেনা

একজন ব্রাহ্মনের ছেলে

সে তো এমনি বিটকেলে

আর পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে

পিরিতের জাতের বিচার করতে গেলে

মিলবেনা চাঁদের কণা

Leave a Comment