Chalo Bodlai lyrics

Chalo Bodlai
Anjan Dutt

 
তুমি ভেবেছিলে যাবে বদলে যাবে
নতুন করে জীবনের রঙ
আমিও তোমার মত সেই
নতুনের অপেক্ষায় ছিলাম,
তবু একটু একটু করে
সময়ের অগোচরে
গেলাম পুরোনো হয়ে সবাই!!
শুধু বদলে যাওয়ার কথা বারবার
হারিয়ে গেল এক দেয়ালের গায়
তবু বদলে যাওয়ার ইচ্ছে
এখনো হঠাত কাদায়!
তাই থাক পরে থাক
চৌরাস্তার মোড় যেখানে আছে
চল আমরাই, চল নিজেরাই বদলাই!!
আমি বদলাতে পারি তোমার চোখের ভাষা,
তোমার ঠোটের রঙ
তুমি বদলাতে পারো আমার সবকটা
জামার বোতাম
চল অদল বদল হয়ে যাই
তোমার আমার শোবার বসার ঘর
চল আমরাই, চল নিজেরাই বদলাই!!
আমি বদলাতে পারি নাম তোমার
তোমার পদবী
তুমি তোমার ঘর দোর চৌকাঠ
বদলাবে কি?
দেখ সময় কেবল সময় শুধু
সময় নিয়ে যাবে
চল আমরাই, চল নিজেরাই বদলে যাই!!
দেখ এ জীবনের সময়ের
নোংরামি আর হবে না পরিষ্কার
আর জীবনটাও আসবে না ফিরে
আমাদের আরেকবার
তাই বদলে ফেলি যে যার
বদলে যাওয়ার ভাবনাটাকে
চল আমারই,
চল নিজেরাই বদলাই!!
 

 

Leave a Comment