Bhaloi Achhi lyrics

Title:Bhaloi Achhi
Anjan Dutt

 
বহুদিন পরে হঠাৎ দেখা হলো
কেমন আছো, ভালো আছো কি?
অবান্তর প্রশ্নটা জিগ্যেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
চলছে, ভালোই আছি
 
দু’জনেরই মনে আছে দু’জনার অভিমান
রাত জাগা তর্ক, কাক ডাকা ভোরে
ব্যাগ প্যাক করে চলে যাওয়া
ফিরে না থাকিয়ে দেখা কোনদিন
দু’জনেরই মনে আছে দরদের গাটছড়া
লজ্জার ভান করা, একসাথে চান করা
পুরির আকাশের তারা কত কত রাত দেখেছি
অবান্তর প্রশ্নটা জিগ্যেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
চলছে, ভালোই আছি
 
চারপাশে সবকিছু বুড়ো হয়ে যাচ্ছে
ঘুরতে ঘুরতে ঘুরতে সব গুঁড়ো হয়ে যাচ্ছে
ভাসছে সমুদ্রে তেল, উড়ছেনা গাংচিল
জ্বেলে জ্বেলে জ্বেলে লাইটার ফেলে দিতে হচ্ছে
আমরাও পারিনি রাখতে জোর করে
চিরটাকালের তরে হৃদয়ের গহ্বরে
কখন যে গেছে মরে আমাদের অগোচরে
সুদূরের প্রজাপতি
শুধু যদি দং, হৃদয়ং, মম কত অং বং
খালি পেটে উগড়ে গেছি
অবান্তর প্রশ্নটা জিগ্যেস করলাম
তুমিও বললে, তাই আমিও বললাম
চলছে, বেশ ভালোই আছি

 

Leave a Comment