Bondi Niyoti lyrics

Bondi Niyoti song lyrics by Warfaze

শিরোনামঃBondi Niyoti
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃঅবাক ভালবাসা
 
শতাব্দীর চেনা পথে চলি
বাঁধনহীন আবেগে ছুটি
অস্থির চয়নে সবই
আদি থেকে এই অন্ত
ছুটি নক্ষত্র সম
চেনা থেকে অচেনায়
অপার্থিব এক তাড়নায়
রুদ্র কোন অভিসারে
আচ্ছন্ন এই হৃদয়
এভাবেই চলছে প্রান্তর
বন্দী নিয়তি
রাঙা গোধূলীর আলোয়
আঁধারের আহবান
এই কালের হাওয়ায়
মুছে যাব আমরা
শতাব্দীর চেনা পথে চলি
বাঁধনহীন আবেগে ছুটি
অস্থির চয়নে সবই
আদি থেকে এই অন্ত
ছুটি নক্ষত্রসম
 

 

Leave a Comment