Bondhu lyrics

Bondhu Song lyrics

শিরোনামঃবন্ধু
ব্যান্ডঃওয়ারফেইজ
অ্যালবামঃঅসামাজিক

 
 
যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে সত্ত্বা
মায়াবী আলোর প্রতারণায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এত সুখের তাড়নায়
যে যাও হারিয়ে
কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেরিয়ে
এসে হাল ধরেছি
অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি জীবনে প্রকৃতজনে
নেই তো আর তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে
অন্ধকারে হারায় সে
কি অপরাধ কাঁদায় তোমায়
সে আধা জাগা দিবা স্বপনে
হায় ভেঙ্গে পড়ে সকল আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে সত্ত্বা
মায়াবী আলোর প্রতারণায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এত সুখের তাড়নায়
যে যাও হারিয়ে
 
 
 

 

Leave a Comment