Ajike Ei Shokal Belate Lyrics

Ajike Ei Shokal Belate Lyrics

আজিকে এই সকালবেলাতে

বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।।

আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,

বাতাস মাতে আলোছায়ায় মায়ার খেলাতে।।

Ajike Ei Shokal Belate Lyrics,

নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।

সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।

লোকান্তরের ও পার হতে কে উদাসী বায়ুর স্রোতে।।

Ajike Ei Shokal Belate Lyrics,Join Our Facebook Page

Ajike Ei Shokal Belate Lyrics,Akashe Tor Temni Achhe Chuti  Lyrics

আজিকে এই সকালবেলাতে লিরিক্স,

বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে  লিরিক্স,

আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে লিরিক্স,

ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে লিরিক্স,

Leave a Comment