Akashe Tor Temni Achhe Chuti Lyrics
আকাশে তোর তেমনি আছে ছুটি,
অলস যেন না রয় ডানা দুটি ।।
ওরে পাখি, ঘন বনের তলে
বাসা তোরে ভুলিয়ে রাখে ছলে,
রাত্রি তোরে মিথ্যে ক’রে ‘বলে-
শিথিল কভু হবে না তার মুঠি ।।
জানিস নে কি কিসের আশা চেয়ে
ঘুমের ঘোরে উঠিস গেয়ে গেয়ে ।
জানিস নে কি ভোরের আঁধার-মাঝে
আলোর আশা গভীর সুর বাজে,
আলোর আশা গোপন রহে না যে-