Opekkha Song Lyrics

 

 
Opekkha Song By Shunno Band
 
 
 
অপেক্ষা গানের লিরিক্স –  Opekkha Song Lyrics 
 
 
 Opekkha Song official lyrics
 
অপেক্ষাটা অনেক দূরে
অপেক্ষাটা অনেক দূরে
হাত বাড়িয়ে যায়না
ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না
দেখা
হাত বাড়িয়ে যায়না
ছোঁয়া
চোখ তাড়িয়ে যায় না
দেখা
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
প্রতিক্ষণে তোমায়
খুঁজি, সকাল দুপুর
সাঁঝে
প্রতিক্ষণে তোমায়
খুঁজি, সকাল দুপুর
সাঁঝে
আড়াল হয়ে থাকো তবু,
মেঘের ভাঁজে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
দৃষ্টি আমার থমকে
দাঁড়ায়, চেনা পথের
বাঁকে
বোঝেনা সে ভালবাসা,
ভালবাসি যাকে
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি
অপেক্ষাটা অনেক দূরে
স্বপ্নটাকে আঁকড়ে ধরে
শুন্য হাতে বাড়ি ফিরি

Leave a Comment