Arekbar Song By Shunno Band
আরেকবার ব্যান্ড শূন্য লিরিক্স;
Arekbar Song official lyrics
আরেকবার একটু যদি
অচেনা পথে…
আমায় ছুঁয়ে যাওয়া
জোছনা হতে…
আরেকবার দিনের শেষে
সূর্য স্নানে এসে…
আমার অনুভবে
স্বপ্ন হয়ে যেতে…
তবে বোলতাম আমি…
এসো আজ উড়াই
হৃদয়ঘুড়ি…
আকাশে তুমি এসে
রোদের ঝাপি খুলে
মেঘের ভাঁজে…
নীলের নীলে ভেসে
স্বপনে তুলি আঁকে
আনমনে…
আবার যদি হয় পাওয়া
হারাবার সিঁড়ি…
তোমায় নিয়ে হব আজও
আলোর স্বপ্নচারী…
সেই তুমি একটু যদি
দিতে পথপাড়ি…
আঁধার রাত হয়ে যেত
জোনাকির বাড়ি…
তবে বোলতাম আমি…
এসো আজ উড়াই
হৃদয়ঘুড়ি…
আকাশে তুমি এসে
রোদের ঝাপি খুলে
মেঘের ভাঁজে…
নীলের নীলে ভেসে
স্বপনে তুলি আঁকে
আনমনে…
আকাশে তুমি এসে
রোদের ঝাপি খুলে
মেঘের ভাঁজে…
নীলের নীলে ভেসে
স্বপনে তুলি আঁকে
আনমনে