Vule Vule Vore Geche Jiboner Khata Lyrics,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা লিরিক্স
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পলে পলে ক্ষয়ে গেছে জীবনের আয়ু,
কখন জানি শেষ হবে প্রানও বায়ু (২)
তবুও হৃদয় নদে জাগে না তো ঢেও (২)
যে ঢেও মুছে দেবে আবীলতা
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
Shoheed Cheler Maa Lyrics, শহীদ ছেলের মা লিরিক্স
তিলে ইতিলে শেষ হওয়া মানে সে পরাজয়,
ভাঙ্গার পরেও গড়ো যদি সে হবে বড় জয় (২)
পাপে ভরা কালো পাতা দাও উলটে (২)
শুনে যাও জীবনের নববার্তা
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (২)
পাপের কালিতে কালো হলো সাদা পাতা,
ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা (৪)