ভাদু আমার গরবিনী লিরিক্স | vadu amar gorbini lyrics

শিল্পী :- ওস্তাদ বাউল এম. হোসেন লিরিক্স

ভাদু আমার গরবিনী লিরিক্স

vadu amar gorbini lyrics

ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি

মাথায় দিবো সোনার মুকুট, শাড়ি দিবো জামদানী

গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান হে

নারীর মধ্যে রাধিকা, পূজিতে ভগবান হে

(অসম্পূর্ণ

ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া

ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া

ভেবেছিলাম রঙে দিন যাবে রে।।

আমি কুক্ষণে বাড়াইলাম পাও, খেয়া ঘাটে নাইরে নাও

আরে ও নাইয়ারে নাইয়া।

খেয়ানীরে খাইল জঙ্গলার বাঘে রে।।

যে আমারে করিবে পাড় ; তারে দিব গলার হাড় রে

আরে ও নাইয়ারে নাইয়া।

আরো দিব লাখের যৌবনরে রে।।

তুমি তো সুজনের নাইয়া, আমি তো গোয়ালের মাইয়া

আরে ও নাইয়ারে নাইয়া।

নষ্ট করিলে দধির ভান্ড ছুঁইয়ারে রে।।

আশা নদীর কূলে বইয়া, কান্দে উকিল পন্থ পানে চাহিয়া রে

আরে ও নাইয়ারে নাইয়া।

মথুরার সময় গেল বইয়ারে রে।।

ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া,

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,

ভ্রমর কইয়ো গিয়া ।।

ভ্রমর রে, কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,

কৃষ্ণরে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু

কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

ভ্রমর রে, আগে যদি জানতামরে ভ্রমর, যাইবারে ছাড়িয়া

মাথার কেশও দুইভাগ করি

রাখিতাম বান্ধিয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

ভ্রমর রে, ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া

নিভা ছিলো মনের আগুন

কে দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

Bolbo nago ar konodin lyrics | বলবো না গো আর কোনোদিন লিরিক্স

Leave a Comment