Utshorgo Lyrics by Icons
Utshorgo Lyrics
Title:Utshorgo
Band:Icons
Band:Icons
যেখানে ছিলনা কখনো কেউ
আমাদের হাত ধরে
শব্দহীন আমায় ডেকে
নিয়েছিল গভীরে
হয়তো তুমিও ভুলে যাবে
একা একা কেঁদে যাবে এ মন
নিয়ে যাবে শেষের পথে
এটাই কি শেষ?
যখন আবারো সুখী তুমি
ভুলে যাওয়া ভুলে থাকার সুখে
অদৃশ্য আলিঙ্গন তোমার আমার
নিঃশব্দে নিশ্চুপ অন্ধ চোখে
উড়ে যায় পুরোনো আবেগ
আকাশ ভেঙ্গে স্বপ্নরা নেমে আসে
বসে যায় চেনা চোখ খুঁজে ফেরে