Utshober Por lyrics

Utshober Por lyrics by Black

Utshober Por lyrics

Title:Utshober Por
Band:Black
এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে
বুকের ভেতর হাওয়া ঘুরে উঠবে আবার!
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ
সেদিনের উৎসবের আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল
হারিয়ে যাবার আগে শেষবার দেখছিল
তারপর দীর্ঘদিন ঘুমে অচেতন
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে
সেদিনের উৎসবের আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল
এখন ফিরে এসেছে সে
দু’পাশে আলোর মতন ফুটছিল এক মুখ

 

Leave a Comment