TV Dekho Na lyrics by Anjan Dutt
Title:TV Dekho Na
Anjan Dutt
বাপি আর মা গেছে সিনেমায় তুমি একা
ভয় যদি হয় আছে টিভি টাকে খুলে ভুলে থাকা
মা গেছে বলে ঐ টিভি টাকে খুলে তুমি রেখ না
আমি বলি কী একটা চালাকি করে দেখ না
জানলা দিয়ে ঐ আকাশটাকে দেখ টিভি দেখ না
রান্না আছে ঢাকা তবু কান্না চেপে রাখা যাচ্ছে না
বাপিরা হোটেলে রোল তোমার কপালে ঝোল ক্ষিদে পাচ্ছে না
রেগে গিয়ে টিভি খুলে জোড় করে সব ভুলে তুমি থেকো না
দেখ ডাকছে তোমায় বন্ধুরা আকাশ থেকে টিভি দেখ না
দেখ ডাকছে তোমায় সব্বাই আকাশ থেকে টিভি দেখ না
মেঘ দেখে ভাল্লুক মনে হয় নাকি তুমি দেখ নি
তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেল নি
খাটটাকে মাঠ ভেবে একটু উপুর হয়ে থাকো না
দেখ ডাকছে তোমায় আকাশটা টিভি দেখ না
দেখ ডাকছে তোমায় জানলার বাইরেটা টিভি দেখ না
বাপি আর মা গেছে সিনেমায় তুমি একা
ভয় যদি হয় আছে টিভি টাকে খুলে ভুলে থাকা
মা গেছে বলে ঐ টিভি টাকে খুলে তুমি রেখ না
আমি বলি কী একটা চালাকি করে দেখ না
জানলার বাইরে আকাশটাকে দেখ টিভি দেখ না