Tumi Shobi lyrics

Title:Tumi Shobi
Band:Popeye

Tumi Shobi lyrics

তোমায় নিয়ে, যত স্বপ্ন গড়া আমার
তুমি আছো বলেই, অন্ধ দু-চোখে আলো দেখা আবার
আমার এই মনে, তুমি শুধু তুমি
জেগে ঘুমে দিবা রাতে তোমাকেই ভাবি
তুমি আমারই সবই
লাগে না ভাল মনে তুমি ছাড়া
আধারে জাগে না ভয়, তুমি আছো না?
ছাউনি তুমি আমার খরা রোদে
চাদর আমার শরীরে শীতের রাতে
তুমি সবই তুমি সবই তুমি এই জীবনে
কথা দিলাম আকাশ সমান ভালবাসবো তোমাকে
তুমি সবই, তুমি জল আমার মরুতে
আমি স্বর্গ দেখিনি, তবু লাগে যেন তুমি সেখানেরই
আমার এই মনে তুমি তুমি তুমি, জেগে ঘুমে দিবা রাতে তোমাকেই ভাবি তুমি আমারই সবই
ছাউনি তুমি আমার কড়া রোদে
চাদর আমার শরীরে শীতের রাতে
জানি না বুঝাবো কিভাবে, কতোটা তুমি এই ভেতরে
চিরকাল থেকো কাছে আমার, তুমি সব, তুমি সবই আমার
আমার এই মনে তুমি শুধু তুমি, জেগে ঘুমে দিবা রাতে তোমাকেই ভাবি
তুমি আমারই সবই

Leave a Comment