Tumi Chile lyrics

Tumi Chile lyrics By LRB

Title:Tumi Chile
Band:LRB
কি জানি কি এক মিল ছিলো
আসলে গোলাপ ফুল ছিলো,
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক মিল ছিলো।
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই ও আমি নেই।
পায়ে পায়ে পথ চলা
গিটার নিয়ে সুর তোলা
গান নিয়ে মাতামাতি
কখন যে চুপ করে
নামতো সন্ধ্যা
কি জানি কি এক মিল ছিলো
আসলে গোলাপ ফুল ছিলো,
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক মিল ছিলো।
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই ও আমি নেই।
ছোট ছোট কত কথা
যেনো এক রুপকথা
দেবী হেসে ছায়া দিতো
প্রতি রাতে যেনো ছিলো
চাঁদের আলো
কি জানি কি এক মিল ছিলো
আসলে গোলাপ ফুল ছিলো,
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক মিল ছিলো।
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই আমি নেই
তুমি ছিলে আমি ছিলাম
তুমি নেই ও আমি নেই।

Leave a Comment