Tui To Amar Sob Lyrics
তোর কাছে যেতে চায় হৃদয় মানেনা বারণ
বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন
তুই কি আমার মতো ভাবিস আমায়
ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়ায়
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব
তুই তো আমার সব তুই তো আমার সব
অভিমানী ভুলগুলো যেন ফুল হয়
একা একা কাটেনাতো বিরহী সময়
তুই কি আমার মতো স্বপ্ন দেখিস
চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব
তুই তো আমার সব তুই তো আমার সব
ভেজা চোখে ঝরে পরে শিশিরের সুর
তোর কথা মনে পরে রাত্রি দুপুর
তুই কি আমার মতো উদাস কবি
লিখে যাস হৃদয়ে কাব্য ছবি
তোকে ছাড়া হয়নাতো কোন উৎসব