Tori Amar Hothat Dube Jay lyrics

Tori Amar Hothat Dube Jay lyrics

তরী আমার হঠাৎ ডুবে যায় লিরিক্স

 

তরী আমার হঠাৎ ডুবে যায়

কোন্খানে রে কোন্ পাষাণের ঘায় ।।

নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে-

বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায় ।।

ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ’রে-

লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায় ।

সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে-

লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায় ।।

 

Tori Amar Hothat Dube Jay lyrics, Amar Jabar Shomoy Holo lyrics, আমার যাবার সময় হলো লিরিক্স

Tori Amar Hothat Dube Jay lyrics,

তরী আমার হঠাৎ ডুবে যায় লিরিক্স,

Tori Amar Hothat Dube lyrics,

তরী আমার হঠাৎ ডুবে লিরিক্স,

Tori Amar Hothat Dube Jay,

তরী আমার হঠাৎ ডুবে যায়,

Tori Amar Hothat lyrics,

তরী আমার হঠাৎ লিরিক্স,

Tori Amar Hothat Dube,

তরী আমার হঠাৎ ডুবে,

তরী আমার লিরিক্স,

Leave a Comment