Tor E Shohore lyrics

Title:Tor E Shohore
Band:Nonta Biscuit

Tor E Shohore lyrics

তোর জন্যে আকাশ পাতাল
একটু হলেও হচ্ছি মাতাল
গানের খাতায় জায়গা কোথায়?
কবিতা তোর চোখের পাতায়
জানতে চাবি কোথায়, কেমন
কোন দুপুরে পুড়ছি কখন
কোন রাতে আমি না ঘুমিয়ে
কোন সকালে ঘর ডিঙ্গিয়ে
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেড়িয়ে
ছোট্ট বাজার হাঠ পেড়িয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে
তোরই শহরে
অন্ধকারে হাতড়ে বেড়াই
মনের ভেতর চলছে লড়াই
কি খুঁজতে কি খুঁজে পাই!
দেখলে আলো থমকে দাঁড়াই
অদ্ভূত সব মানুষগুলো
কিসের খোঁজে ছুঁটছে বলো
কি আসে যায় না পেলে তারে
কি হবে আজ মন ভেঙ্গে গেলে
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেড়িয়ে
ছোট্ট বাজার হাঠ পেড়িয়ে
সুখের খোঁজে ভুল করে সেই…
পথ ভুলে গেছি অচেনা এই ইট পাথরের শহরে
মিশে আছে কতশত গল্প
অলি-গলি আর কত দেয়ালে
বদ্ধ ঘরে স্বপ্ন ফাটল ধরে পুরোনো আয়নায়
যদি সত্যি মেলে মুক্তি
আমি ফিরবো না কখনো
কোন দেশেতে যাই হারিয়ে
তেপান্তরের মাঠ পেড়িয়ে
ছোট্ট বাজার হাঠ পেড়িয়ে
সুখের খোঁজে ভুল করে সেই
তোরই শহরে
তোরই শহরে

Leave a Comment