Tomar Surer Dhara Lyrics | তোমার সুরের ধারা লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :

Tomar Surer Dhara Lyrics

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে,

দেবে কি গো বাসা আমায়

দেবে কি একটি ধারে ?

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে।।

আমি শুনবো ধ্বনি

আমি শুনবো ধ্বনি কানে,

আমি ভরবো ধ্বনি ..

ভরবো ধ্বনি প্রাণে আমি

শুনবো ধ্বনি,

সেই ধ্বনিতে চিত্তবীণায়

তার বাঁধিবো বারে বারে।

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে।।

আমার নীরব বেলা

সেই তোমারি সুরে সুরে

আমার নীরব বেলা ,

ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে

আমার নীরব বেলা,

আমার দিন ফুরাবে

আমার দিন ফুরাবে যবে

যখন রাত্রি আঁধার ..

রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে,

হৃদয় মোর গানের তারা

উঠবে ফুটে, সারে সারে।

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে,

দেবে কি গো বাসা আমায়

দেবে কি একটি ধারে ?

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে,

তোমার সুরের ধারা

ঝরে যেথায় তারই পারে।।

তোমার সুরের ধারা লিরিক্স – রবীন্দ্রসঙ্গীত :

TOmar surer dhara

Jhore jethay taari paare

Debe ki go basa amay

Debe ki ekti dhare

Ami shunbo dhwoni kane

Ami bhorbo dhwoni praane ami

Sei shonite chittobinay

Taar badhibo bare bare

 

Leave a Comment