Telephone lyrics

Title:Telephone
Band:Moheener Ghoraguli

Telephone lyrics

আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন
কালা যখন তখন করো দয়াল
বুঝিনা ছাই তোমার খেয়াল
তোমার আমার এই যে দেওয়াল
ভাঙবে রে তখন
কখন ভাবি আসবে টেলিফোন
কখন ভাবি আসবে টেলিফোন
তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়াপড়শি মন্দ বলে
পাড়াপড়শি মন্দ বলে গো
তার চেয়ে রাত্রিবেলা সবাই যখন
রাত্রিবেলা রাত্রিবেলা রাত্রিবেলা
সবাই যখন ঘুমে অচেতন
তখন ভাবি আসবে টেলিফোন
তার চেয়ে ভাল তোমার টেলিফোন
তোমার সঙ্গে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী গো
দুরুদুরু বক্ষ জাগে
চিত্তে উচাটন
তার চেয়ে ভাল তোমার টেলিফোন
তার চেয়ে ভাল তোমার টেলিফোন
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী শুনি তোমার আগমনী গো
তাতে ধন্য হয় যে রাধারানী
তাতে ধন্য হয় যে রাধারানী
ধন্য এ জীবন
সবচেয়ে ভাল তোমার টেলিফোন
ও, আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
তখন ভাবি আসবে টেলিফোন
তখন ভাবি আসবে টেলিফোন

Leave a Comment