Sritir Chera Pata Lyrics

Band; Shunno
Sritir Chera Pata Lyrics স্মৃতির ছেড়া পাতা লিরিক্স
 
 
 
 Sritir Chera Pata song Lyrics By Shunno band –   স্মৃতির ছেড়া পাতা লিরিক্স শূন্য ব্যান্ড
 
লিরিক্স
 
আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক
না
ছুঁতে আমি চাই না
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখা
শূন্য খাতার প্রতিটি
পাতায়
সময় কাব্য অলেখা
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি দেবো না পাড়ি
তোমায় নিয়ে নিষ্প্রাণ
নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে
শেষ বিকেলে হারিয়ে
যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর
স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য
কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়

Leave a Comment