Sporsho Lyrics

Sporsho Lyrics by Icons

Sporsho Lyrics

Title:Sporsho 
Band:Icons
সব কিছু এসে থেমে যায় বসে থাকি ভুল জীবনে
স্মৃতির ভেতর পুরনো সত্ত্বা এখন এখানে শুধুই শুন্য
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে
রাত শেষে ভোর থেকে শুরু হয় আনয়
পথ হাটে অন্ধকার সব হাতে
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে
হেঁটে যাই আমি অনেক ক্লান্ত আজ
নিজের জন্যে অপেক্ষা আমার
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে
তোমার চোখের গভীরে আমার দৃষ্টি ফেরানো
আজ আমি পারি ইচ্ছেমত মানুষ হতে

 

Leave a Comment