ছোটদের বড়দের সকলের লিরিক্স Sotoder boroder lyrics

ছোটদের বড়দের সকলের লিরিক্স

Sotoder boroder lyrics

ছোটদের বড়দের সকলের

গরিবের নিঃস্বের ফকিরের

আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।

নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,

নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।

লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে

এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।

মসজিদ, মন্দির, গীর্জার আবাহনে।

বাণী শুনি একই সুরের।

চাষাদের মজুরের ফকিরের

ফকিরের নিঃস্বের গরিবের

আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।

বড়দের ছোটদের সকলের

আমার এ দেশ সব মানুষের।

[গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়]

Leave a Comment