Title:Sono Sudhijon
Band:Moheener Ghoraguli
Band:Moheener Ghoraguli
Sono Sudhijon lyrics
শুধু আজ নয়, প্রতিদিন
সাতপাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে
ঘুম ভাঙে আমার
তোমরা কেমন আছ?
তোমরা কি আমলকি গাছের ছায়ায়
বসে বিষন্ন ডাক শুনে আনমনা হও
আগেকার মতন?
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শুধু আজ নয়, প্রতিরাত
তোমাদের পরকাল ভেবে
তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি
নগরবাসিরা শোনো
তোমাদের অন্যায় আমাদের অবহেলা মিশে
কোন নরক মাতায় তা জানো কি?
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শুধু শেষ নয়, শুরুতে
বড়শির আঁকশিতে বিঁধে
আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে
নিচে শত হাততালি নেড়ে
উল্লাসে ফেটে গেছ কতবার
কখনো কি দেখেছ নিজেদের দিকে তাকিয়ে?
দেখেছ কি?
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো প্রিয়জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন
শোনো প্রিয়জন
শোনো সুধী জন