Title:Sohorer Kotha
Band:Shironamhin
Band:Shironamhin
Sohorer Kotha lyrics
শহরের কথা উঠলে
একটা জনসমুদ্র চলে আসে
রাস্তা মানেই অবারিত নদী
গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি
গান লেখা হয়
গানের শরীরে শহরের ছবি ভাসে
শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি
শহুরে Clown গাছগুলো জুরি
সংস্কৃতির বেদম বিচার জানে
জোছনা রাতে চাঁদের চরকা বুড়ি
বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি
জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে
Bank গুলো সব যৌথখামার
সাদা কালো নোট চাষাবাদের মানে
বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার
শহুরে আড্ডা, শহুরে ভাষা
শহরের কথা জানতে আসা
শহুরে লোকের সবই জানা
শহর মানেই চিড়িয়াখানা
শহুরে শিল্পী ভারী চৌকষ
শিল্পের ঝোঁপঝাড়ে আপোষ
নাটক কবিতা ছোট ছোট সুখ
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক
রাস্তায় একফালি নিঃশ্বাস
অন্ধ শহরে ছুটে চলা বাস
Housing jam এ আকাশ অল্প
শহর মানেই গ্রামের গল্প