Smriti Niye lyrics by LRB
Title:Smriti Niye
Band:LRB
Band:LRB
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
শালালালালা লালালালালল্লা
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
বুঝেও বুঝলো না
শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা
শালালালালা লালালালালল্লা
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার
মনে রেখো আমাকে
সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না
শালালালালা লালালালালল্লা
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে