Shuprovat lyrics

Title:Shuprovat
Band:Shironamhin

Shuprovat lyrics

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছ্বাসে, এই শুভ্র সকালে
ধূলোমাখা পথঘাট, ধূলোমাখা শরীর
ধূলোয় ধূসর আমরা ক’জন
এই সকালে, রাস্তায় হাঁটছি
সুপ্রভাত একদিন আমাদের
দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে
ধূলোময় দোকানে খবরের কাগজে
খেয়ালী কোলাহলে জমে ওঠে
শহরের রাজপথে যান্ত্রিক কোন সুরে
এই ঝড়ো সংলাপে
এই সুপ্রভাত, রুক্ষ চায়ের কাপে
একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছ্বাসে, এই রোদেলা দুপুরে
ধূলোমাখা পথঘাট, ধূলোমাখা শরীর
ধূলোয় ধূসর আমরা ক’জন
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি
সুপ্রভাত একদিন আমাদের

Leave a Comment