Shunno Lyrics

 

 
Title:Shunno
Band:Joler Gaan
শূন্যতেই আছিরে আমি শূন্যতেই আছি,
শূন্যতেই আছিরে আমি শূন্যতায় বাঁচি।
শূন্যে ঘুমাই শূন্যে জাগি, শূন্যে ঘুমাই শূন্যে জাগি
শূন্যে বাঁধি ঘর, শুন্য শুন্য ফুলে গাথি শুন্য এক বাসর।
শুন্যতেই জন্ম আমার শুন্যতেই কবর,
শূণ্যেরও মাঝারে এই আনন্দের আসর।
তাই শূন্যতেই আছিরে আমি শূন্যতেই আছি,
শূন্যতেই আছিরে আমি শূন্যতায় বাঁচি।
শুন্য শুন্য শতেক শুন্য হাজার লক্ষ কোটি,
শুন্য শুন্য শতেক শুন্য হাজার লক্ষ কোটি,
জগতও ভ্রমিয়া দেখি শূন্যতাই যে খুঁটিরে আমার শূন্যতাই যে খুঁটি।

Leave a Comment